দুই বছর হয়ে গেলো, বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বাস করছেন সৌদি আরবে। ক্যারিয়াজুড়ে রেকর্ডের পসরা সাজানো রোনালদো খেলছেন সৌদি আরবের শীর্ষ ফুটবল লিগে। ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন তিনি। দুটি ক্যালেন্ডার পার করে এসে কেমন আছেন দেশটিতে- সেসব কথা মন খুলে বলেছেন দেশটির প্রো লিগের সঙ্গে দেওয়া এক সাক্ষাতকারে।
ক্যারিয়ারজুড়ে রেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতে থাকা রোনালদো সৌদি আরবে এসেও ভেঙেছেন অনেক রেকর্ড। ভেঙেছেন প্রতিযোগিতায় এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও। ২০২৩–২৪ মৌসুমে গোল্ডেন বুট জয়ের পথে ৩১ ম্যাচে গোল করেছেন ৩৫টি। কিন্তু এতো কিছুর পরও লিগে আল হিলালের পেছনেই থাকতে হয়েছে রোনালদোর দল আল নাসরকে। এমনকি এখন পর্যন্ত আল নাসরের হয়ে মাত্র একটি শিরোপাই জিতেছেন তিনি, ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।
তবে সামনের সময়গুলো অর্জনের এই ঘাটতি পুষিয়ে নিতে চান রোনালদো, ‘আমি আরও জিততে চাই। দলকে শিরোপা এনে দিতে আরও পরিশ্রমের মাধ্যমে নিজের সর্বোচ্চটুকু নিংড়ে দিতে চাই। আল হিলাল ও আল ইত্তিহাদের মতো দলের সঙ্গে লড়াই করা কঠিন। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। ফুটবল এমনই। ভালো মুহূর্ত যেমন থাকবে, থাকবে খারাপ মুহূর্তও। কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পেশাদারিত্ব বজায় রাখা, পরিশ্রম চালিয়ে যাওয়া, ক্লাবকে সম্মান জানানো এবং নিজের চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকা। পাশাপাশি এটা বিশ্বাস করা যে সবকিছু বদলাবে।’
নিজের বিশ্বাসে রোনালদো সবসময়ই অটল থাকেন তা প্রমাণিত। সৌদি সংস্কৃতির সঙ্গেও যে তিনি পরিবারসমেত দারুণ মানিয়ে নিয়েছেন তা ফুটে উঠেছে রোনালদোর পরের বক্তব্যে, ‘আমি আল নাসরকে শিরোপা জেতায় সাহায্য করতে চাই। ইনশাআল্লাহ, আল নাসরের জন্য এ বছরটা ভালো হতে যাচ্ছে।’ এ তো গেল মাঠের জীবনের কথা। মাঠের বাইরে পরিবার নিয়ে কেমন কাটছে তার জবাবে রোনালদো বলেন, ‘আমি খুশি, আমার পরিবারও খুশি। জীবন ভালো চলছে, ফুটবলও ভালো চলছে। সুন্দর এই দেশে আমরা নতুন করে জীবন শুরু করেছি।’
সেই সঙ্গে রোনালদো দৃষ্টিতে রয়েছে সৌদি ফুটবলে উন্নতির আকাঙ্খাও যা আবর্তিত হচ্ছে তাকে কেন্দ্র করেই, ‘আমার জন্য এটা সম্মানের যে এই লিগ ক্রমেই বিকশিত হচ্ছে। অনেক তারকা এখানে এসে লিগকে আরও ভালো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। প্রথম তারকা হিসেবে এখানে আসাটা সম্মানের। কিন্তু আমার চাওয়া, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে লিগটি আরও উন্নতি করুক। শুধু মূল দলগুলোই নয়, একাডেমিগুলোও। আমার স্বপ্ন শুধু সৌদি খেলোয়াড় এবং লিগের ভবিষ্যৎ ঘিরে নয়, বরং দেশটির জন্যও। আমি অন্য লিগের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই। দেশ (সৌদি আরবের ফুটবল) ও লিগকে আমি সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করার চেষ্টা করব।’
