রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসানের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে বক্তৃতা দেওয়ার পর তার উপর হামলা করা হয়।
পরে নিজের ফেসবুকে লাইভে এসে তার উপর হামলায় ছাত্রদলকে অভিযুক্ত করেন ফারুক৷ তবে হামলায় জড়িতদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করার কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।