চট্টগ্রাম নগরীর পাচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত জাতিসংঘ পার্কের নাম পরিবর্তন করে “জুলাই স্মৃতি উদ্যান” করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উদ্যানটির উদ্বোধন করেন।

জুলাই গনঅভ্যুথ্থানের স্মৃতি ধরে রাখতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই নামকরণ করা হয়েছে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন জটিলতার মধ্য দিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা এ উদ্যানটি গণপূর্ত অধিদপ্তর ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন করেছে।

উদ্বোধনের সময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম ও প্রকল্প বাস্তবায়নকারী গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা নগরীর পতেঙ্গায় শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন।
