প্রতিবেশীকে খুন করে তার মাথা কেটে নেওয়ার অভিযোগ উঠল বাবা-ছেলের বিরুদ্ধে। তাদের দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের। জানা গেছে, নাসিকের ডিন্ডোরির নানাশি গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত সুরেশ বোকের সঙ্গে প্রতিবেশী গুলাব রামচন্দ্র ওয়াঘমারের ঝামেলা চলছিল। মাঝে মধ্যেই দুই পক্ষের মধ্যে কলহ হত। তবে বুধবার সেই কলহ চরমে ওঠে। জানা গেছে, সুরেশের মেয়ে বাড়ি ছেড়ে অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। বাবার সন্দেহ তার মেয়েকে পালাতে সাহায্য করেন গুলাব। আর সেই সন্দেহের বশেই গুলাবের সঙ্গে ঝামেলার সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওইদিন সকালে সুরেশের সঙ্গে গুলাবের ঝামেলা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও তা হাতাহাতিতে পৌঁছায়। অভিযোগ, আচমকাই ধারালো অস্ত্র নিয়ে গুলাবের ওপর হামলা চালান সুরেশ এবং তার ছেলে। তারপর তার মাথা কেটে ফেলেন।
এই দৃশ্য দেখে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে রামচন্দ্রের কাটা মাথা নিয়ে সুরেশ এবং তার ছেলে নানশি থানায় হাজির হন। এ সময় হকচকিয়ে পড়েন পুলিশকর্মীরাও। সুরেশ এবং তার ছেলেকে সঙ্গে সঙ্গেই আটক করা হয়। পরে রামচন্দ্রের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বাবা-ছেলেকে গ্রেপ্তার দেখায় পুলিশ।