সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

শাকিব খানকে চাপাবাজ বললেন এক ভক্ত!

প্রতিবেদক
Razaul Karim Shakil
ডিসেম্বর ৩০, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ

Spread the love

আকাশ নিবির :

প্রথম ম্যাচেই বিশাল ব্যবধানে হেরেছে শাকিব খানের “ঢাকা ক্যাপিট্যালস”। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ট্রলের শিকার হচ্ছেন তিনি। সম্প্রতি একটি থিম সং এর প্রথম অংশে তিনি জানান দেন শাকিব খান কখনোই হারে না। সেখানেই ভক্তরাই ইচ্ছে মতো রাম ধোলাই দিচ্ছেন।

সাইদুল ইসলাম নামে এক ভক্ত বাংলা চলচ্চিত্র জগৎ গ্রুপে এক ভক্ত শাকিব খানকে সরাসরি চাপাবাজ আখ্যায়িত দিয়ে লিখেছেন, ‘শাকিব খান নিজের শিকড় ভুলে যাচ্ছেন, সিনেমার চেয়ে দশ গুণ বেশি গুরুত্ব দিচ্ছেন বিজনেসে।

তিনি আরও লিখেছেন,’যেভাবে বার বার ক্যামেরার সামনে আসছে আর বিচ্ছিরি ভাবে কথা বলতেছে, একটা সময় শুধু সাধারণ দর্শক না তার ভক্তদেরও তার প্রতি আগ্রহ থাকবে না।’

এই ভক্তটি আরও লিখেন, ‘তাকে একটা উপদেশ থাকবে, দয়া করে চাপাবাজি কম করবেন। শুধু নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বললেই হয় না। কাজে প্রমাণ করতে হয়, যেমন আপনার নাম্বার ওয়ান ঢাকা ক্যাপিটালস।’

এছাড়াও লিখেছেন, ‘হাসতে হাসতে খেলা দেখতে গ্যালারিতে ঠিকই গেলেন, কিন্তু  যে দল গঠন করছেন আর যে কোচ নিয়েছে- আমার মনে না কখনো হাসিমুখে গ্যালারি থেকে বের হতে পারবেন। হারের জন্য অগ্রিম সমবেদনা মিঃ খান।’

তবে অনেকেই চোখে আঙুল দিয়ে জানান দিচ্ছেন এবারের সব থেকে বাজে টিম “ঢাকা ক্যাপিট্যালস”। এবং এই দলকে জিরোতে রাখছেন!

সর্বশেষ - অপরাধ