আকাশ নিবির :
আসন্ন ১১ তম বিপিএল উপলক্ষে গেল বুধবার এফডিসিতে ঢাকা ক্যাপিট্যাল একটি থিম সং এর শুটিংয়ে অংশগ্রহণ করার কথা ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে দেশের বাইরে শো থাকার কারনে তিনি অংশগ্রহণ করতে পারেননি। মূল গানের শুরুটা শাকিব খান ঘাড়ে ব্যাট নিয়ে নামার দৃশ্যে দেখা যাবে।
শাকিব খানের বাইরে এই গানে ইতিমধ্যে নায়িকা মিম চিত্রনায়ক ইমন, সিয়াম, নায়িকা পুজা চেরী ও দিঘীর কাজ শেষ করেছেন। আজ বাকী অংশের কাজে আজ তাকে দেখা যাবে।
গানটির কোরিওগ্রাফি হিসেবে কাজ করবেন বিল্লাল-রোহান “ঢাকা ক্যাপিট্যাল” এই গানটি সুর সঙ্গীত করেছেন জনপ্রিয় গায়ক প্রিতম। গানটি পরিচালনা করবেন রাকিব নামের একজন।
আসন্ন বিপিএল আর মাত্র ১ দিন বাকী। এফডিসিতে বেশ তোরজোরে চলছে নানান আয়োজন। জানা গেছে শাকিব খান ছাড়াও আরও ১৬ জনের মতো সেলেব্রিটি যোগ দেন এই গানে।
ঢালিউড সুপারস্টার শাকিব খান আসন্ন বিপিএল এ ঢাকার টিম কিনেছেন। জনপ্রিয় এ নায়কের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারল্যানের ক্রিকেট টিম হচ্ছে ‘ঢাকা ক্যাপিটালস’।
বিপিএলের আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান। এ বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন।
বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন। তাই দর্শকদের মধ্যে শাকিবের ‘ঢাকা ক্যাপিটালস’ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।