জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্তমানে ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজমান। ক্যাম্পাসে এই উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্ব স্ব আইডি কার্ড নিয়ে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন ছুটি পরবর্তী শিক্ষা কার্যক্রম শুরুর দিন ২৯ ডিসেম্বর থেকে ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে স্ব স্ব আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ প্রদান করা হলো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, সবাই স্ব স্ব আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে আসবে। যেহেতু ইতিমধ্যে ক্যাম্পাসে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা সামনে আরও ঘটার সম্ভাবনা আছে তাই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষার পরিবেশ, শান্তি ও নিরাপদ বজায় রাখতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, প্রয়োজনে আরও ব্যবস্থা গ্রহণ করবো।