বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

ছিনতায়ের কবলে অ্যাডভোকেট মিঠুন সাহা!

প্রতিবেদক
Razaul Karim Shakil
ডিসেম্বর ২৬, ২০২৪ ৮:২৯ পূর্বাহ্ণ

Spread the love

প্রশাসনের নাকের ডগায় শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। তেমনটি ঘটেছে আলোচিত অ্যাডভোকেট মিথুন সাহার সঙ্গে। তেমনটি তিনি বর্ণনা দিয়েছেন নিজের ফেসবুকে। তিনি লিখেছেন, প্রাণটা নিয়ে কোনমতে ফিরলাম…..

এরপর লিখেন, রাত ১০.১৫। পোস্তগোলা ব্রীজ থেকে ধোলাইপাড় পর্যন্ত জ্যাম। আমি বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। পোস্তগোলা বাসস্টান্ড থেকে ধোলাইপাড়ের দিকে যাচ্ছি। হঠাৎ দেখলাম চারজন ২০/২২ বছরের ছেলে আমার পিছু নিয়েছে। এখানে সন্ধ্যার পর প্রচুর ছিনতাই হয়।ওরা পিছু নিয়েছে আমি তাতে সমস্যা ফিল করি নাই।কিন্তু ওদের কোমরে ছুরি আছে তা বুঝতে পারলাম।একজনের গেঞ্জি উপরে উঠেছিল তাই ছুরি দেখতে পেয়েছি।

তিনি আরও লিখেন, আমার বামহাতে দুইটা ফোন ও মানিব্যাগ। আমি পকেটে রাখি।মাঝপথে অনেক ভয় পাইলাম। বাস গাড়ি ছাড়া মানুষ নাই।হঠাৎ ওরা দৌড় দিয়ে চলে গেল। বুঝতে পারলাম বাস থেকে মোবাইল ছিনতাই করে পালাচ্ছে।ভয়ে ভয়ে ধোলাইপাড় আসলাম।

ঢাকার রাস্তায় রাত ১১ টার পর কেউ হাঁটবেন না।এখন ছেচড়া ছিনতাইকারী নাই। এখন ঘুরে বেড়ায় অস্ত্রসহ ছিনতাইকারী। যাত্রাবাড়ি, গুলিস্তান, মো:পুর বসিলা, খিলক্ষেত মোড়, পূর্বাচল ৩০০ ফিট এরিয়া, আফতাবনগর এসব এরিয়ায় রাতে না থাকা ভালো।

নিরাপদ থাকুন।পদ্মা সেতু পার হয়ে মাদারীপুর ও শরীয়তপুর রোডে রাত ৯ টার পর নিজস্ব গাড়িতে না যাওয়া ভালো।গাড়ি থামিয়ে চাঁদাবাজি ও লুটপাট হয়।

যাইহোক, নিরাপদে ওইদিন বাসায় এসেছি।

যদিও শেষ পর্যন্ত তিনি প্রশাসনের কোন সাহায্য নেননি বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ