রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

কাজীরহাট ফেরিঘাটে নাব্যতাসংকট: দুই শতাধিক ট্রাক আটকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ
কাজীরহাট ফেরিঘাটে নাব্যতাসংকট দুই শতাধিক ট্রাক আটকে

Spread the love

কাজীরহাট ফেরিঘাটে নাব্যতা সংকটের কারণে দুই শতাধিক ট্রাক আটকে পড়েছে। এই পরিস্থিতিতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন চালক ও শ্রমিকরা।

কাজীরহাট-আরিচা নৌপথে যমুনা নদীতে তীব্র নাব্যতা সংকটের কারণে গত শুক্রবার রাত ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে যাত্রী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আজ রোববার বেলা ১১টায়, ধারণক্ষমতার চেয়ে কম ট্রাক নিয়ে একটি ফেরি পরীক্ষামূলকভাবে কাজীরহাট থেকে আরিচার উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে, অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে এই নৌপথের দুটি ফেরি বিকল হয়ে যাওয়ায় ফেরি সংকট দেখা দেয়।

গত ১৫ অক্টোবর থেকে প্রায় এক সপ্তাহ ধরে ট্রাকসহ অন্যান্য যানবাহন পারাপার করতে না পারায় কাজীরহাট ফেরিঘাট সংলগ্ন মহাসড়কে দুই কিলোমিটার দীর্ঘ ট্রাকের সারি দেখা যায়। তখনও চালক ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েছিলেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর একটি ফেরি মেরামত করা হয়। কিন্তু নাব্যতা সংকট এখনও পুরোপুরি সমাধান হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, খালগুলোতে পানি কমে যাওয়ার ফলে ফেরি পারাপারের জন্য প্রয়োজনীয় নাব্যতা অর্জন করা সম্ভব হচ্ছে না। ফলে ফেরি চলাচলে সৃষ্টি হয়েছে দীর্ঘসূত্রিতা। আটকে পড়া ট্রাকগুলোতে খাদ্যপণ্য, কাঁচামাল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে, যা দ্রুত পরিবহন করা প্রয়োজন।

চালকরা জানান, তাদের পণ্য সময়মতো পৌঁছাতে পারছে না। ফলে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে, স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। তবে নাব্যতা সংকট নিরসন না হলে ফেরি চলাচলে আরো সমস্যা সৃষ্টি হতে পারে।

সরকারি উদ্যোগে জলসীমার গভীরতা বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, তবে তা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। এর মধ্যে সাধারণ মানুষের ভোগান্তি অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত