বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

 এক পুরুষকে নিয়ে দুই যমজ বোনের সম্পর্কের টানাপোড়েন,

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৪ ৮:৫২ পূর্বাহ্ণ

Spread the love

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বৃহস্পতি তুঙ্গে। সম্প্রতি জাতীয় পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। অন্যদিকে কৃতির মুকুটে জুড়েছে নয়া পালক। এখন তিনি অভিনেত্রীর পাশাপাশি প্রযোজক। মুক্তি পাচ্ছে তাঁর প্রযোজনায় নির্মিত প্রথম সিনেমা ‘দো পাত্তি’। মাসখানেক আগে মুক্তি পেয়েছিল ‘দো পাত্তি’র রোমাঞ্চে ভরা টিজার। আর এবার মুক্তি পেল ট্রেলার। সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে কৃতিকে এবং পুলিশের ভূমিকায় আছেন বলিউডের নন্দিত অভিনেত্রী কাজল। এক পুরুষকে নিয়ে দুই যমজ বোনের সম্পর্কের টানাপোড়েন, অপরাধ এবং সেই রহস্যের সমাধানের দায়িত্বে থাকা পুলিশ অফিসার কাজলকে নিয়ে এগোয় ছবির গল্প। কাজল ও কৃতি প্রথমবার একসঙ্গে অভিনয় করেন ২০১৫ সালে রোহিত শেট্টির রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘দিলওয়ালে’তে। সেই সিনেমায় তাদের সহশিল্পী ছিলেন শাহরুখ খান ও বরুণ ধাওয়ান। প্রায় ৯ বছর পর আরও একবার দুই অভিনেত্রীকে দেখা যাবে একসঙ্গে।

‘দো পাত্তি’ সিনেমায় প্রথমবার কাজলকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়। অন্যদিকে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কৃতি। সিনেমার চিত্রনাট্য লিখেছেন কণিকা ধিলন। একটি খুনকে কেন্দ্র করে ঘণীভূত হয়েছে সিনেমার রহস্য। কে খুনি, সত্যটাই বা কী? সেই উত্তর খুঁজে বের করার দায়িত্ব পুলিশ অফিসার কাজলের। এই সিনেমার মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবে সামনে এসেছেন কৃতি। এ ছাড়াও তাঁর সঙ্গে রয়েছেন কণিকা ধিলনের ব্লু বাটারফ্লাই ফিল্মস ও কথা পিকচারস। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘দো পাত্তি’ সিনেমার  গল্পের বুনন তৈরি হয়েছে ভারতের উত্তরাখণ্ডের দেবীপুর শহর ঘিরে। রহস্যময় পাহাড়ি অঞ্চলের বাঁকে বাঁকে লুকিয়ে রয়েছে কিছু সত্যি, কিছু মিথ্যে। যেখানে ভালোবাসা, প্ররোচণা, প্রতিহিংসা দর্শকদের রহস্যের গভীরে নিয়ে যাবে। 

মুক্তি পাওয়া সিনেমার ট্রেলারে কাজলকে রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসারের চরিত্রে পাওয়া গেল। আর কৃতিকে একদিকে গোবেচারা এবং অন্যদিকে খুব চালাক একজন নারীর ভূমিকায় দেখা মিলল। দেবীপুর শহরের আইন ব্যবস্থা সামলানোর দায়িত্ব পুলিশ অফিসার জ্যোতির ওপর [কাজল]। সৌম্যা [কৃতি] ও তাঁর স্বামী ধ্রুব সুদের [শাহির শেখ] জীবনের এক ঘটনায় আটকা পড়েন জ্যোতি। গল্পের চমক শুরু হয় সৌম্যের যমজ বোন শৈলীর পর্দায় আগমনের পর। এই শৈলীই মূলত সিনেমার নেতিবাচক চরিত্র। একমাত্র বোনের বরকে সে পছন্দ করেন। ট্রেলারের শুরুতে থানায় ধ্রুব সুদকে জিজ্ঞাসাবাদ করছেন জ্যোতি। তাঁর সরাসরি প্রশ্ন, ‘অ্যাক্সিডেন্টের সকালে কী ঘটেছিল?’ এরপর দেখা যায় সৌম্য এবং ধ্রুবের প্রেমের মাঝে ঢুকে পড়ে শৈলী। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বোনকে বলে, ‘তুই ধ্রুবকে নিজের করে নিয়েছিস ঠিকই, কিন্তু আগলে রাখতে পারবি? আপন দুই বোনের এমন ঘৃণা। একটা সময় ধ্রুবের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগও আনে। কিন্তু সত্যিটা কী? ধ্রুব অপরাধী নাকি বোনের সংসার ভাঙতে ধ্রুবকে ফাঁসানোর চেষ্টায় শৈলী? তা জানা যাবে আগামীকাল। 

কারণ, আগামীকাল নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ‘দো পাত্তি’ প্রসঙ্গে কৃতি বলেন, ‘এই সিনেমাটি আমার কাছে অবিশ্বাস্যভাবে বিশেষ, কেবল প্রযোজক হিসেবে এটি আমার প্রথম চলচ্চিত্র নয়, কারণ এটি আমাকে পর্দায় আমার নিজেকে দ্বৈত চরিত্রে ফুটিয়ে তোলার সুযোগ দিয়েছে। এই চলচ্চিত্রটি আমার সন্তানের মতো হয়েছে; কণিকা আর আমি শুরু থেকেই এটিকে লালন করেছি, বিশেষত প্রযোজক হিসেবে আমাদের দক্ষতায় এবং নেটফ্লিক্সের সঙ্গে এই যাত্রাটি দেখতে সত্যিই দারুণ।’ 

কাজল বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি সবসময়ই এমন সব চরিত্রের জন্য মুখিয়ে থাকি, যা আমাকে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়। প্রথমবার আমি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি। আমার ভক্তদের জন্য এটি একেবারেই নতুন অভিজ্ঞতা হবে বলে আমি মনে করি। 

সর্বশেষ - অপরাধ