রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

দুঃসংবাদ ভারত ভ্রমণে : ভিসা জটিলতা ও নিরাপত্তা উদ্বেগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ
দুঃসংবাদ ভারত ভ্রমণে : ভিসা জটিলতা ও নিরাপত্তা উদ্বেগ

Spread the love

পর্যটকদের জন্য নতুন চ্যালেঞ্জ, ভ্রমণ পরিকল্পনায় বিপর্যয়

ভারত ভ্রমণের জন্য নতুন করে দুঃসংবাদের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশি পর্যটকেরা। ভিসা জটিলতা এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে অনেকের পরিকল্পনা ভেঙে পড়েছে।

ভারতীয় ভিসা পেতে বিলম্ব হওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে । সময়মতো ভিসা না পাওয়ায় সম্প্রতি ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে অনেকে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতে ভ্রমণ ভিসা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে স্বাভাবিক হচ্ছে না।

রোববার (২০ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি। ভার্মা বলেন, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ভিসা প্রক্রিয়ার অগ্রগতি হবে না।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, চিকিৎসা ও শিক্ষা কাজে জরুরি ভিসা সীমিতভাবে চালু রয়েছে। তবে জনবল কম থাকার কারণে বাংলাদেশিদের জন্য ভারতের ভ্রমণ ভিসা এখনই স্বাভাবিক হচ্ছে না।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে ভারত দেশটির ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

এরপর চিকিৎসা ও জরুরি প্রয়োজনে সীমিত আকারে ভিসা প্রদান করা হলেও গত আড়াই মাস ধরে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে। এদিকে, ভিসা প্রক্রিয়া কবে নাগাদ পুনরায় চালু হতে পারে সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত এসব সমস্যার সমাধান না হলে ভারত ভ্রমণের উপর নেতিবাচক প্রভাব পড়বে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে সমস্যাগুলোর দ্রুত সমাধান করা হয় এবং পর্যটকদের স্বার্থ রক্ষা করা হয়।

পর্যটকদের আশা, সরকার দ্রুত এই পরিস্থিতির মোকাবিলা করবে, যাতে ভারত ভ্রমণের অভিজ্ঞতা স্বস্তিদায়ক ও নিরাপদ হয়।

সর্বশেষ - বিনোদন