শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে চলছে আলোচনা। এই ছবিতে শাহরুখের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুহানা খানকে। যা বাবা-মেয়ের প্রথম সিনেমা। শোনা যাচ্ছে, শাহরুখ খান এ ছবিতে খুনি চরিত্রে অভিনয় করবেন। খবর: বলিউড হাঙ্গামা।

ছবিটি নির্মাণ ও চিত্রনাট্যের দায়িত্বে আছেন সুজয় ঘোষ। সাসপেন্স, রহস্য এবং অ্যাকশনে ভারা ‘কিং’ ছবিতে শাহরুখ খানের সম্পর্কে নতুন তথ্যটি প্রকাশ করেছেন লেখক রাহুল রাউত। টুইটারে এটি শেয়ারও করেছেন তিনি।

ভারতীয় বিনোদন ভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, ‘জাওয়ান’ ও ‘পাঠান’র চেয়েও অ্যাকশন দৃশ্য থাকবে ‘কিং’ সিনেমায়। যেখানে শাহরুখকে দেখা যাবে ৯০ দশকের খলনায়কের ভূমিকায়। যার আভাস পাওয়া গিয়েছিল গত আগস্ট মাসে।

লোকার্নো ফিল্ম ফেস্টিভালে দেওয়া একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ‘আমি খলনায়কের নতুন একটি উপায়ে অভিনয় করার কথা ভাবছি।’ সম্প্রতি ‘কিং’ ছবির খবরে তার এই মন্তব্যটি আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে।

‘কিং’ ছবিতে প্রধান খলনায়ক হিসেবে অভিনয় করবেন অভিষেক বচ্চন। সুহানা খানের সঙ্গে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা অভয় ভার্মাকে।
