বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

দেশে ফিরবেন না জানালেন : সাকিব

প্রতিবেদক
Razaul Karim Shakil
অক্টোবর ১৭, ২০২৪ ৭:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

দুবাই এসেও আবার ফিরে যাচ্ছেন

রাতেই দেশে ফেরার কথা ছিল সাকিবের। দেশের উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তাকে জানিয়ে দেওয়া হয়েছে দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া যাবে না। তাই লস এঞ্জেলেস থেকে দুবাই এসেও আবার ফিরে যাচ্ছেন, দেশে আসা হচ্ছে না তার। থাকতে হচ্ছে সবুজ সংকেতের অপেক্ষায়। যতটা জানা গেছে হয়তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দেখা নাও যেতে পারে তাকে……

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুরুতে সাকিব আল হাসানকে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে বলেছিলেন। সাকিব পরে ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে দুঃখপ্রকাশ করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন, যার পরেই বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টার অবস্থানের কিছুটা নরম পরিবর্তন দেখা যায়।

সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা জানান, সাকিবের দেশে ফেরা বা পরবর্তীতে দেশ ছাড়ার ক্ষেত্রে কোনো বাধা দেখছেন না তিনি। এছাড়াও দেশের মাঠে তার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এই ধারাবাহিকতায়, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের জন্য ঘোষিত ১৫ জনের দলে ৩৭ বছর বয়সী সাকিবকে রাখা হয়েছিল। তবে পরিস্থিতি দ্রুত বদলে যায়।

গত কয়েকদিন ধরে সাকিবের দেশে ফেরা নিয়ে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম এলাকায় প্রতিবাদী কর্মসূচি চলছে। তার দেশে ফেরা ঠেকাতে মিছিল, স্লোগান এবং নানা ধরনের প্রতিবাদ দেখা গেছে। স্টেডিয়ামের দেয়ালে গ্রাফিতি এবং স্লোগান লেখা হয়েছে, এবং সাকিবের ভক্ত ও বিরোধী পক্ষের মধ্যে উত্তেজনাও ছড়িয়েছে। এমনকি বুধবার সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ