রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

মামাতো-ফুফাতো ভাইদের সংঘর্ষে নিহত ১, আহত ৭

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৪ ৯:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জমিতে পানিনিষ্কাশন করা নিয়ে বিরোধের জেরে মামাতো-ফুফাতো ভাইদের সংঘর্ষে তোরাব আলী (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। আজ রোববার সকালে উপজেলার রাজাপুর নটাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তোরাব আলী নটাবাড়িয়া এলাকার সোলেমান আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় জানা যায় নি।

বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পুকুরপাড়ের জমির মালিকানা নিয়ে নটাবাড়িয়া এলাকার তোরাব আলীর সঙ্গে তাঁর ফুফাতো ভাই রানা খানের বিরোধ চলছিল। আজ সকালে তোরাব আলী তাঁর কলার জমির পানিনিষ্কাশনের জন্য বিরোধপূর্ণ জমিতে নালা কেটে পানি বের করছিলেন। এ নিয়ে তোরাব আলীর সঙ্গে রানার কথা–কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের সমর্থকেরা সেখানে ছুটে আসেন। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো হাঁসুয়ার আঘাতে তোরাব আলী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন রানা খানসহ সাতজন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তোরাবের মরদেহ উদ্ধার করে। গ্রামে পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত তোরাব আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। কোনো পক্ষ থেকেই এখনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন