রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

মন ভালো নেই পূজা চেরির

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৪ ৪:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজাকে কেন্দ্র উৎসবে মেতেছেন। পূজার সেই আমেজ দেখা মিলেছে শোবিজেও। কিন্তু দেশীয় ছবির আলোচিত নায়িকা পূজা চেরির মন ভালো নেই।

সময়ের সম্ভাবনাময়ী এই নায়িকা গত বছরও মায়ের সঙ্গে পূজা উৎযাপন করেছেন। কিন্তু এবার মাকে ছাড়া কিছুই যেন ভালো লাগছে না পূজার। মায়ের মৃত্যুর পর ভেঙে পড়েছেন তিনি। মাকে নিয়ে ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছেন তিনি। মা ছিল তার পৃথিবী। কিন্তু সেই মাকে ছেড়ে এবারের পূজা ভালো কাটছে না তার।

মনে কষ্ট নিয়ে পূজা বলেন, সবাই জানেন— মা আমার সঙ্গে নেই। গত ছয় মাস হলো তিনি মারা গেছেন। গতবারও মা আমার সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে মা আমার হাত ধরে গেছেন। বিষয়টি এমন— আমি তার মা।

তিনি বলেন, ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। এবার আসলে সেভাবে বিশেষ কোনো পরিকল্পনা নেই। নিজের জন্য একটা সুতাও কিনিনি, আর কিনবও না— কাজে ব্যস্ত থাকব।

সর্বশেষ - বিনোদন