রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৪ ৫:১৬ পূর্বাহ্ণ

Spread the love

রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মেডিসিন ইউনিটের গোডাউনে আগুন লাগে। এতে পুরো হাসপাতাল ধোঁয়ায় ছেয়ে যায়।স্থানীয়রা জানায়, হাসপাতালের মেডিসিন ইউনিটের গোডাউনের পাশে ধোঁয়া দেখে আগুন লাগার বিষয়টি নজরে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গোডাউনে তুলা থাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সঙ্গে স্থানীয়রা এবং হাসপাতালে দায়িত্বরত আনসাররা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সরেজমিনে দেখা গেছে, আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক দেখা দেয়। আতঙ্ক যাতে দীর্ঘ না হয় সেজন্য আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি হাসপাতালের নার্স, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা রোগীদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৯টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি স্থানীয় ও হাসপাতালের লোকজন এ কাজে সহযোগিতা করেছে। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। তবে ধোঁয়া রয়ে গেছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে তদন্ত করে আগুন লাগার কারণ ও মালামালের ক্ষতির পরিমাণ জানা যাবে।

সর্বশেষ - অপরাধ