ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের নেতা হামিদুল হককে (৬০) গত বুধবার দিবাগত মধ্যরাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।হামিদুল হক সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়। হত্যাসহ চারটি মামলার এজহারনামীয় আসামি তিনি।
হামিদুল হক (হামদু মিয়া) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের বাসিন্দা। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। একসময় তিনি মোকতাদিরের বাড়ি দেখাশোনা করতেন। সেখান থেকে তিনি জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হন। শূন্য থেকে কোটিপতি হয়েছেন তিনি।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, হামিদুল হকের বিরুদ্ধে সদর থানায় দুটি হত্যা এবং একটি করে গুম ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা আছে। চারটি মামলার এজহারনামীয় আসামি তিনি। দীর্ঘদিন পলাতক ছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।