বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

সাবেক এমপি শফিকুলসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৪ ১০:১০ পূর্বাহ্ণ

Spread the love

পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সরফরাজ ইসলাম ডলার আমলি আদালতে মামলাটি করেন।

 আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম মামলাটি আমলে নিয়ে সদর থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পেশকার মানিক সাহা।

মামলার অন্য আসামি হলো সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান (৪৬), সাবেক এসপির দেহরক্ষী মো. কোয়েল (৩২) প্রমুখ।

মামলার আরজি থেকে জানা যায়, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও ঠিকাদার সরফরাজ ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদি দাবি করেন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম। চাঁদা দিতে অস্বীকৃতি জানান সরফরাজ ইসলাম। এর জেরে সাবেক সংসদ সদস্যের নির্দেশে সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান, দেহরক্ষী কোয়েল, মনিরসহ ৫০ জন মিলে ২০১৩ সালের ১২ নভেম্বর দুপুরে হত্যার উদ্দেশে সরফরাজকে কুপিয়ে গুরুতর জখম করেন। তিনি নাটোর সদর হাসপাতালে ভর্তি হতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ভয়ে তাঁকে ভর্তি নেয়নি। পরে তিনি শহরের শাপলা ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নেন। আসামিরা প্রভাবশালীরা হওয়ায় সে সময় থানায় মামলা নেওয়া হয়নি। পরে তাঁর পক্ষে আদালতে মামলা করা সম্ভব হয়নি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত