বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

রুট ও ব্রুক রেকর্ড ভাঙলেন ৪০ বছর আগের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৪ ৯:২৫ পূর্বাহ্ণ

Spread the love

মুলতান টেস্টে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৫৫৬ রানের বিশাল সংগ্রহ পেয়েছিলো। তবে সেই রান মাত্র ৩ উইকেট হারিয়ে পার করে ফেলেছে ইংল্যান্ড। রুট ও ব্রুকের ডাবল সেঞ্চুরিতে পাহাড়সম রান করে ফেলেছে সফরকারীরা।

২৪৯ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ক্রিজে নামেন হ্যারি ব্রুক। আর তার সঙ্গে ছিলেন জো রুট। চতুর্থ উইকেটে রুট আর ব্রুক মিলে গড়েন ৪৫৪ রানের জুটি। যা টেস্টে পাকিস্তানের বিপক্ষে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। দুজনই আড়াইশ পার করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রুট ২৬২ রান করে আউট হয়েছে। তবে ব্রুক ২৯৮ রানে অপরাজিত আছেন। আর ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৭৬৮ রান।


ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে এক ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরির সর্বশেষ ঘটনা ৪০ বছর আগের। ১৯৮৫ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে জোড়া ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গ্রায়েম ফয়লার এবং মাইক গেটিং। রুট-ব্রুক সেই রেকর্ড ভাঙলেন।

সর্বশেষ - বিনোদন