আজ মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আ. ফ. ম. আনোয়ার হোসেন খান ।
তিনি বলেন, ‘তিনি সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় সদর থানায় দায়ের একটি মামলার আসামি। মামলা নম্বর: ০৫/২৫৮।’
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছেন, মানিককে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে হস্তান্তর করা হবে।