মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

১৪ বছরের কারাদণ্ড শিশু অপহরণের দায়ে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ

Spread the love

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুল রহিম রায় দেন।নাটোরের আরিফ নামে ঐ যুবককে ১৪ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা । শিশু অপহরণের দায়ে ।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৬ সালের ২৪ মে সকাল সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার সোহাগ বাড়ি গ্রামে স্কুল যাওয়ার পথে ১৪ বছরের পলি খাতুনকে অপহরণ করে প্রতিবেশী আব্দুর রশীদের ছেলে আরিফসহ ২/৩ জন। পলি খাতুনকে একটি সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পলি খাতুনের মা অরুনা বিবি বাদী হয়ে একটি মামলা করেন।

তিনি বলেন, অভিযুক্ত আরিফ তার বাবা আব্দুর রশীদের সহায়তা ও যোগসাজশে পলিকে অপহরণ করে। মামলাটি তদন্ত শেষে বিচারের জন্য আদালতে প্রেরিত হলে বিচারক মুহাম্মদ আব্দুল রহিম অভিযুক্ত আরিফকে দোষী সাব্যস্থ করে উল্লিখিত রায় ঘোষণা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত