মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৪ ৪:৪১ পূর্বাহ্ণ

Spread the love

কুমিল্লা সদর দক্ষিণ সীমান্তে কামাল হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন (৩২) উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল।এসময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহতের বড় ভাই হিরন মিয়া জানান, সোমবার রাত ৭টার দিকে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে। পরে ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে কামালের লাশ তুলে নিয়ে যায়।

কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ভারতীয় সীমান্তের ২৫ গজের ভেতরে কামাল গিয়েছেন বলে আমরা জানতে পারি। পরে বিএসএফের গুলিতে নিহত হন তিনি। আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। মঙ্গলবার (৮ অক্টোবর) লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে। এই বিষয় তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ - বিনোদন