সম্প্রতি প্রেমের গুঞ্জন চলছে অভিনেত্রী তানজিন তিশা ও নির্মাতা রায়হান রাফিকে নিয়ে।এছাড়াও গুঞ্জন উঠেছে, রাফির প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে অভিনেত্রী তানজিন তিশার অভিনয় করার কথা ছিল অভিনেত্রী পূজা চেরি নয়। কিন্তু সংবাদ সম্মেলনে রাফি জানান, তিশা নয়, পূজা চেরিকে নিয়ে ‘ব্ল্যাক মানি’তে আসছেন তিনি। ভক্তদের উদ্দেশে তিশাকে নিয়ে প্রেমের গুঞ্জনের জবাব না দিলেও ‘ব্ল্যাক মানি’-তে তিশার অভিনয় করার গুঞ্জনের জবাব দেন নির্মাতা।
ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রাফি বলেন, একজন ডিরেক্টার তার সিনেমা, নাটক বা ওয়েবসিরিজ যায় তৈরি করুক না কেন, তা তৈরির জন্য অনেক অভিনয়শিল্পীর সঙ্গেই কথা বলেন। সবকিছু মিলিয়ে এরপর একজনকেই চূড়ান্ত করা হয় কাজটি করার জন্য।

রাফি আরও বলেন, আমি জানি না, তিশা ব্ল্যাক মানিতে অভিনয় করছেন, এ তথ্য কীভাবে ছড়াল। আমি তিশাকে নিয়ে কোনোরকম অফিশিয়াল ঘোষণা দেয়া হয়নি। তাই আমি মনে করি, অনুমান করে কোন খবর ছড়ানো ঠিক নয়।
তিশাকে নিয়ে রাফি বলেন, তিশা অনেক বড়মাপের অভিনেত্রী।তিশা এখনও সিনেমা করেনি। তাই আমার তিশাকে নিয়ে সিনেমা করার ইচ্ছা আছে।তবে সেটা এখন নয়। ‘ব্ল্যাক মানি’-র চরিত্রে অভিনয়ের জন্য আমি বলব, তিশার চেয়ে পূজা পারফেক্ট।
ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের শুটিং খুব শিগগিরই শুরু হবে দেশের বিভিন্ন লোকেশনে। পূজা চেরি ছাড়াও ওয়েব সিরিজের বিভিন্ন চরিত্রে রয়েছেন চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাউদ্দিন লাভলু, ডা. এজাজ, কচি খন্দকার, শিবা শানু, মীর নওফেল জিসানসহ আরও অনেকে।