রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

প্রথমবারের মত উত্তর কোরিয়া প্রকাশ করলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ছবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৯:৫১ পূর্বাহ্ণ

Spread the love

উত্তর কোরিয়া প্রথমবারের মতো তার পারমাণবিক সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করেছে। এই ছবি সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন কর্তৃক দেশের একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনের পর প্রকাশ করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবর অনুযায়ী, কিম জং-উন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের পরিদর্শনকালে দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডার উন্নত করার আহ্বান জানান। তিনি অধিক সংখ্যক পারমাণবিক বোমার উপকরণ উৎপাদনের জন্য নির্দেশ দিয়েছেন।

কিম জং-উন পারমাণবিক অস্ত্রবিষয়ক প্রতিষ্ঠান এবং পারমাণবিক বোমার উপকরণ তৈরির ঘাঁটি পরিদর্শন করেন। সেন্ট্রিফিউজের ছবি প্রকাশিত হওয়ার মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের অন্তরালের দৃশ্য প্রকাশিত হয়, যা সচরাচর দেখা যায় না।

প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম জং-উন ধাতব সেন্ট্রিফিউজের লম্বা সারির মাঝে হাঁটছেন। এসব সেন্ট্রিফিউজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত হয়।

উত্তর কোরিয়া ইতোমধ্যে একাধিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিচালনা করছে। কিম জং-উন বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি মোকাবিলা করার জন্য পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত